এডুকেশন টাইমস ডেস্ক: বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) ভাইভা বোর্ড, সবচেয়ে কঠিন একটি ধাপ। এই ধাপটি পার হতে পারলেই মেলে সোনার হরিণ। কিন্তু এখানেই হার মানতে হয় অনেক বিসিএস প্রত্যাশীকে। কিন্তু কেনো এমনটা হয়? কীভাবে ভাইভাতে ভালো নম্বর পাওয়া যাবে? সেসব বিষয় তুলে ধরে লেখেছেন রবিউল আলম লুইপা। তিনি রোড টু বিসিএস’র লেখক ও ৩৫তম বিসিএসে শিক্ষা ক্যাডার। চলুন তাহলে জেনে নেওয়া যাক ভাইভা বোর্ডে ফেল করার কী কারণ আছে।
ভাইভাতে ভাল পারফরমেন্সে ভাল নম্বর আসে, এটি আমরা সবাই জানি। পাশাপাশি বিসিএস এবং অন্যান্য চাকরির ভাইভায় তিন ক্যাটাগরির প্রার্থী ভালো নম্বর পেতে পারে—
১. প্রশ্নোত্তর ও আচরণে প্রার্থী স্মার্ট হলে ভাইভা বোর্ডের মন জয় করা খুব সহজ, যা প্রার্থীকে ভাইভায় একটি বিশেষ নম্বর (অন্যদের মতো গতানুগতিক নয়) পেতে সাহায্য করে।
আপনি কিছু প্রশ্নের উত্তর না জানতেই পারেন, কিন্তু আপনি যে জানেন না, এটা যে বিনয়ের সঙ্গে স্বীকার করছেন বা কোন প্রশ্নের উত্তর বুদ্ধিমত্তার সঙ্গে কিভাবে দিচ্ছেন, এর ওপর ভাইভার নম্বর নির্ভর করে। তবে সাধারণ ও কমন প্রশ্নের উত্তরগুলো আপনার জানতে হবে। এর বিপরীত হলে সেটি আপনার অযোগ্যতা।
২. প্রার্থীর খুব ভালো শিক্ষাগত সনদ বা বিদেশি ডিগ্রি থাকলে প্রার্থীর প্রতি ভাইভা বোর্ডের একটা আলাদা কৌতূহল তৈরি হয়, যা ভালো নম্বর তুলতে দারুণ কাজ করে।
যেমন—আপনি সাধারণ প্রার্থী হলে আপনার ভাইভায় যেমন মোগল সাম্রাজ্য বা পছন্দের ক্যাডারের হায়ারারকি টাইপের গতানুগতিক প্রশ্ন হতে পারে, আবার আপনি অক্সফোর্ড গ্র্যাজুয়েট/মাস্টার্স হলে আপনার ভাইভার প্রশ্ন হতে পারে, অক্সফোর্ড এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার মৌলিক পার্থক্য কী? যুক্তরাজ্য জীবন কেমন লাগে? সেখানে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা কেমন?
৩. আপনার কোনো ব্যতিক্রম ও বিশেষ যোগ্যতা আছে, যা সাধারণ প্রার্থীদের নেই (যেমন—বিশেষ খাতের কন্ট্রিবিউটর, সোশ্যাল ওয়ার্ক, গান, খেলাধুলায় পারদর্শী, ইংরেজি ব্রিটিশ উচ্চারণে কথা বলতে পারা), এমন অবস্থায় আপনার প্রতি ভাইভা বোর্ডের ইতিবাচক মনোভাব থাকবে, যা আপনাকে ভালো নম্বর পেতে অনেকটাই এগিয়ে রাখবে।
৩৫তম বিসিএস ইকোনমিক ক্যাডারের একজন সহকর্মীকে ভাইভা বোর্ডের শেষ প্রশ্ন ছিল, ‘তুমি হিসাববিজ্ঞানে পড়েও এত সুন্দর করে ইংরেজি বলতে পারো কিভাবে?’ প্রশ্ন শুনেই বোঝা যায়, ভাইভা বোর্ড প্রচণ্ড ইমপ্রেসড হয়েছিল এবং প্রার্থী ভাইভায় একটা ভালো নম্বর পেয়েছিল।
তথ্যসূত্র: রোড টু বিসিএস (অধ্যায়: মৌখিক পরীক্ষা)
এএআর/
মন্তব্য করুন