হাবিব কায়সার, যবিপ্রবি প্রতিনিধি: দেশজুড়ে বয়ে যাওয়া তাপদাহের কারণে শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় ক্লাস, পরীক্ষা ও অফিসের সময়সূচি পরিবর্তন করলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয়ে বিভিন্ন অনুষদের ডীনদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
উক্ত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী ২১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং অফিস সমূহ সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চলবে। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য গুচ্ছ ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে তবে অফিস সমূহ যথারীতি চলবে।
উল্লেখ্য, বিগত কয়েকদিন যাবত যশোর জেলার তাপমাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।
এসআই/
মন্তব্য করুন