যবিপ্রবি প্রতিনিধি:
পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা যে কতটা তা সাম্প্রতিক সময়ে ভালোমতোই টের পাচ্ছে দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের মানুষজন। তবে স্বল্পমাত্রায় হলেও এই প্রয়োজনীয়তা পূরণে এগিয়ে এসেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তর এর শিক্ষার্থী হাসনাত ফাহিম।
সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করতে দেখা যায় এই শিক্ষার্থীকে। ফাহিমের সাথে কথা বলে জানা যায়, তিনি ২০১৮ সাল থেকে নিজ এলাকায় এবং ২০২১ সাল থেকে ক্যাম্পাসের বৃক্ষরোপণ শুরু করেন। এখন পর্যন্ত তার বৃক্ষরোপণের সংখ্যা শতাধিক। তারই ধারাবাহিকতায় এবারও বৃক্ষরোপণ শুরু করেছেন।
তিনি আরও জানান, এ বছর তিনি প্রায় ত্রিশটি বৃক্ষ রোপণ করার লক্ষ্যে কাজ করছেন।
সাম্প্রতিক সময়ে যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রার মাত্রাতিরিক্ত বৃদ্ধি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মূলত এই অঞ্চলের পরিবেশকে স্বাভাবিক পর্যায়ে আনতে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভব করেন হাসনাত ফাহিম। দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে স্বল্পমাত্রায় হলেও প্রতিবছর এই কাজ করে আসছেন ফাহিম। তিনি আশা রাখেন দেশের অন্যান্য নাগরিকরাও বৃক্ষ রোপনের কাজে এগিয়ে আসবেন যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারি।
এএআর/
মন্তব্য করুন