জাবি প্রতিনিধি: তীব্র তাপদাহে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। তবে পূর্ণাঙ্গ আবাসিক হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্লাস-পরীক্ষা যথারীতি স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।
রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
আবু হাসান বলেন, ‘মাননীয় উপাচার্যের সাথে কথা বলেছিলাম। পূর্ণাঙ্গ আবাসিক অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রাখার কথা বলেছেন। অধিকাংশ বিভাগে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে। ফলে শিক্ষার্থীদের খুব বেশি সমস্যাও হবে না। বরং আবাসিক হলেই অনেক কষ্ট।’
তিনি আরো বলেন, ‘ক্যাম্পাসে লোডশেডিং তেমন হয় না বললেই চলে। তাই সার্বিক দিক বিবেচনায় ক্লাস-পরীক্ষা যথারীতি স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।’
এর আগে, তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি ফলে ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
এ ছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচেনায় একাধিক বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। তবে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।
এসআই/
মন্তব্য করুন