নোবিপ্রবি প্রতিনিধি:
তীব্র তাপপ্রবাহের কারণে (২৫ এপ্রিল) বৃহস্পতিবার পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনলাইনে ক্লাস এবং চলমান পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) জরুরি একাডেমিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, চলমান পরিস্থিতি বিবেচনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহ সশরীরে অনুষ্ঠিত হবে এবং রুটিন অনুযায়ী ক্লাস সমূহ অনলাইনে অনুষ্ঠিত হবে। তাঁরা আরও জানান, অবস্থার পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের ঘোষণা করেছে।
এএআর/
মন্তব্য করুন