বশেমুরবিপ্রবি প্রতিনিধি: সারাদেশে চলমান তীব্র তাপদাহ থেকে মুক্তি ও আল্লাহর রহমতের বৃষ্টির আশায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সালাতুল ইস্তিস্কার বা বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ শিক্ষার্থীরা।
রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে খোলা আকাশের নিচে প্রচণ্ড গরম উপেক্ষা করে এ নামাজ আদায় করেন তারা।
সালাতুল ইস্তিস্কা আদায়ের পর দেশ ও জাতির নাজাতের জন্য ও প্রচণ্ড তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় দুই হাত উল্টো করে মুক্ত আসমানের দিকে দুই হাত তুলে প্রার্থনা করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সেশনের সিনিয়র জুনিয়র নির্বিশেষে নামাজের জন্য খোলা মাঠে হাজির হন শিক্ষার্থীরা।
কৃষি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান বলেন, ‘আল্লাহর শরণাপন্ন হলে তিনি বিপদাপদ, দুঃখকষ্ট, বালামুসিবত অবশ্যই দূর করে দেন। দুনিয়ায় আল্লাহর অজস্র কুদরত ও নিদর্শনের মধ্যে বৃষ্টি অন্যতম। বৃষ্টি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জমির উর্বরতা বৃদ্ধি করে। বৃষ্টি আল্লাহর খাস রহমতের নিদর্শন। তাই বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় শেষে মোনাজাত করেছি।’
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. সজীব হোসেন বলেন, ‘কুরআন-হাদিসের আলোকে যতটুকু জানা গেছে, মানুষের সৃষ্ট কোনো পাপের কারণে আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টি না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিস্কার নামাজ আদায় করতেন। এ আলোকেই আমরা মহান সৃষ্টিকর্তার কাছে তওবা করে ও ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।’
এসআই/
মন্তব্য করুন