জবি প্রতিনিধি: সারাদেশে চলমান তীব্র তাপদাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে রিকশাচালক, ভ্যানচালক ও পথচারীদের মাঝে বিনামূল্যে প্রায় তিন শতাধিক খাবার পানির বোতল ও স্যালাইন বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ এপ্রিল) পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়, কাঠের পুল ও লোহারপুল মোড়ে এসব খাবার পানির বোতল ও স্যালাইন বিতরণ করা হয়। তীব্র গরমে খাবার পানি ও স্যালাইন পেয়ে রিকশাচালক ও পথচারীরা কিছুটা স্বস্তি অনুভব করেন।
একজন রিকশাচালক বলেন, এই গরমে প্রায় রাস্তার মোড়ে মোড়ে পানি, স্যালাইন, শরবত বিতরণ করা হচ্ছে। তীব্র গরমের মাঝে এসব আমাদের কিছুটা স্বস্তি দিচ্ছে।
এ বিষয়ে বায়োকেমিস্ট্রি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী পল্লব মোল্লা জানান, বায়োকেমিস্ট্রি বিভাগ সব সময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করে। বিভাগের শিক্ষকেরা এ কাজে সহায়তা ও অনুপ্রেরণা দেন। এর আগেও বিভাগের পক্ষ থেকে কম্বল বিতরণসহ নানা ধরণের জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
একই বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই বায়োকেমিস্ট্রি বিভাগের পক্ষ থেকে প্রায়সই বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করা হয়, যেগুলো আমাদের অনুপ্রাণিত করে। যেসকল সিনিয়র ভাইয়েরা এসবের উদ্যোগ নেন তাদেরকে ধন্যবাদ জানাই।
এসআই/
মন্তব্য করুন