চুয়েট প্রতিনিধি : এপ্রিলের তীব্র গরম আর রোদের প্রখর তাপে জনজীবনে দুর্ভোগের দেখা পাওয়া যায় দেশের সব জায়গাতেই। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গরমের প্রভাব ছিলো অনেক। গরমে অতিষ্ঠ হয়ে তা থেকে মু্ক্তির জন্য বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় করে বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র, শিক্ষক ও কর্মচারী সবাই। গরম আর রোদের প্রভাব এতটাই ছিলো যে স্থানীয় লোকদের ভাষ্যমতে, অগভীর নলকূপে সর্বশেষ চার -পাঁচ দিন যাবৎ ঠিকমতো পানি উঠেনি, আবার কিছু নলকূপে একেবারেই পানি উঠে নি।
তবে গতকাল বুধবার শেষ রাতের দিতে দুই দফায় বৃষ্টি হয় চুয়েট এবং এর আশেপাশের এলাকায়। আজ সকাল থেকে আকাশে ছিল মেঘ। বেলা ১০ টা ৩০ থেকে বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টি বিকাল ৩ টা ৩০ পর্যন্ত চলে। এর ফলে এই অঞ্চলে তাপমাত্রা কমেছে। দীর্ঘদিনের গরমের পর নাতিশীতোষ্ণ পরিবেশ পেয়ে সস্তিবোধ করছে সবাই।
এএকে /
মন্তব্য করুন