ইবি প্রতিনিধি : ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের তীব্র তাপপ্রবাহে ভর্তিচ্ছু ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে লেবুর শরবত বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ। এছাড়াও অভিভাবকদের জন্য অভিভাবক কর্ণারের ব্যবস্থা করে সংগঠনটি।
শুক্রবার (৩ মে ) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
শামসুল নামের এক অভিভাবক বলেন বলেন, ছাত্র ইউনিয়ন এমন কার্যক্রম সত্যিই প্রশংসার দাবি রাখে। তীব্র তাপপ্রবাহে তারা অভিভাক কর্ণারের ব্যবস্থা করেছে। গরমে একটু লেবুর শরবত স্বস্তি এনে দিয়েছে আমাদের। ধন্যবাদ জানাচ্ছি ইবি ছাত্র সংসদকে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন , ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় অবিভাবক কর্নার, তথ্য ও সহযোগিতা কেন্দ্রে,প্রাথমিক মেডিকেল সেবা, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অবিভাবক এবং বিভিন্ন স্টলে ফ্রি শরবত বিতরণ সহ বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদান। এছাড়াও অভিভাবকদের জন্য ছাউনির ব্যাবস্থা করেছি।
এএকে /
মন্তব্য করুন