এডুকেশন টাইমস
৬ মে ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের পদযাত্রা

ছবি: এডুকেশন টাইমস

শাবিপ্রবি প্রতিনিধি: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। এ সময় ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

সোমবার (৬ মে) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচির শুরুতে শাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে তাদের নেতৃত্বে পদযাত্রা করেন নেতাকর্মীরা। পদযাত্রাটি গোলচত্বর থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

এসব কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দারি ও বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান।

এ সময় শাবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ফিলিস্তিনে ইসরায়েলর চালানো ভয়াবহ গনহত্যার নিন্দা করে বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিলেন। আমরা যেমন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের অধিকার আদায় করেছি তেমনি ফিলিস্তিনিরাও তাদের ভূখণ্ড রক্ষায় দীর্ঘ সংগ্রামে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ ও মনে করে ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ডের অধিকার রয়েছে ।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর কোনো দেশ যদি ফিলিস্তিনের পাশে নাও থাকে তবুও বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে থাকবে।’

সংক্ষিপ্ত বক্তব্যে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঐক্যমত পোষণ করে বলেন , বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আমরা শাবিপ্রবি ছাত্রলীগ কর্মসূচি পালন করে যাচ্ছি। সারা বিশ্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে যেভাবে ছাত্র আন্দোলন সোচ্চার হয়েছে তারই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘‘ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিলেও বঙ্গবন্ধু সেটি প্রত্যাখ্যান করেছে। কেননা বঙ্গবন্ধু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিদার ছিলেন এবং ফিলিস্তিনের নিরীহ মানুষের মানুষের পক্ষে ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান করছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গনহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০