কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগ ও সকল সন্ত্রাসীর বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা। মঙ্গলবার (৭মে) বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ ব্যাপারে শিক্ষক সমিতির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লতা বলেন, ‘আমাদের এক দফা দাবি আদায় করে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে তা কারো জন্য মঙ্গলজনক না।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘এতো অনিয়মের মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গেছি উনার সাথে কিন্তু তিনি সেখানে আমাদের উপর সন্ত্রাসী দিয়ে হামলা করিয়েছেন। তিনি অনেক সময় কার্যালয় ছেড়ে বের হয়ে গেছেন। এভাবে একটা পর্যায়ে গিয়ে আমরা আক্রমণের শিকার হয়েছি। উনি সন্ত্রাসী দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর হামলা করিয়েছেন। এভাবেতো একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। আমাদের কর্মসূচি চলমান, আমরা মনে করি একজন অনৈতিক, অন্যায়কারী উপাচার্যের নেতৃত্বে একটা বিশ্ববিদ্যালয় কোনোভাবে নিরাপদ না। আমরা যে ক্লাসে ফিরব, ক্লাস রুমেও আমরা নিরাপদ না। আমরা মনে করি এ বিষয়ে সরকার পদক্ষেপ নিবে। কোনো ব্যাক্তির জন্য এতো বড় একটা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না।’
উল্লেখ্য, গত সোমবার (৬মে) কুবি শিক্ষক সমিতি উপাচার্য ও কোষাধ্যক্ষেরপদত্যাগের দাবিতে প্রথমবার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।
এসআই/
মন্তব্য করুন