এডুকেশন টাইমস ডেস্ক: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মাদকসহ ৫ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৭ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ছাদ এবং হল গেট থেকে মাদকসহ তাদের আটক করা হয়। এর মধ্যে চারজন বহিরাগত ও একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
আটকরা হলেন রায়হান হুসাইন, আতিকুর রহমান, আমিরুল ইসলাম শান্ত, শামীম আহম্মেদ এবং শুভ। এদের মধ্যে রায়হান এবং শান্ত উভয়ই খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শামীম ও আতিকুর রহমান যথাক্রমে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থী এবং শুভ শেকৃবি থেকে ড্রপ আউট হওয়া শিক্ষার্থী।
এ বিষয়ে নবাব হল প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. শেখ মোহাম্মদ মাসুম বলেন, আমার হলে মাদকের এমন ঘটনায় আমি লজ্জিত। অনেক ভালো ভালো পরিবারের সন্তানরাও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে সবার সচেতন থাকা উচিত। মাদকাসক্তদের রিহ্যাবে পাঠিয়ে বা মোটিভেশন দিয়ে ঠিক পথে নিয়ে আসা উচিত।
আরএন/
মন্তব্য করুন