ডেস্ক রিপোর্ট: ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৪ শিক্ষাবর্ষের বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে আগামী ৭ জুলাই, যা চলবে ২২ জুলাই পর্যন্ত।
বুধবার (৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুসারে শিক্ষাবর্ষের ছয়মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বছরের শেষ দিকে সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। সে অনুসারে জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথমে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা হবে।
আরএন/
মন্তব্য করুন