ইবি প্রতিনিধি: গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের নানভাবে সহযোগিতা করতে দেখা গেছে ক্যাম্পাসের বিএনসিসি সদস্যদের। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহে শৃঙ্খলা বিধানের কাজে নিয়োজিত থাকতে দেখা যায় তাদের। এ ছাড়া ক্যাম্পাসের ভিতরে ভর্তিচ্ছুদের মোবাইল, ব্যাগসহ অন্যান্য জিনিস রাখার ব্যবস্থা করে বিএনসিসি।
ক্যাডেটগণ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করেছে। সুশৃঙ্খলভাবে আজকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর আগে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষায় দায়িত্ব পালন করে বিএনসিসি। আগামীকাল অনুষ্ঠেয় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায়ও তাদের কার্যক্রম চলমান থাকবে।
ইবির বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার আহসান জুবাইর বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি প্লাটুনের ক্যাডেটগণ প্রতি বছরের ন্যায় এবছরও গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এ আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সহযোগিতা বুথ দিয়েছি। ক্যাম্পাসের মেইন গেইট প্রতিটি কেন্দ্রে পরিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জমা রাখার জন্য বিএনসিসি হেল্প ডেস্ক ব্যবস্থা করেছে। তাছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে আসা যাওয়া করেছেন।
উল্লেখ্য, শুক্রবার (১০,মে), গুচ্ছ ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।
এসআই/
মন্তব্য করুন