জবি প্রতিনিধি :গ্রীষ্মের তীব্র তাপদাহ থেকে স্বস্তির আশায় ও দেশবাসীকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে বৃক্ষরোপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিজ্ঞান ভবন দক্ষিণ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান বলেন, গীষ্মের তীব্র তাপদাহ থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষের বিকল্প নেই। একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ গাছ-গাছালি থাকা প্রয়োজন। যখন এই সংখ্যা কমে আসে তখন শুরু হয় তাপদাহ, বন্যা, খরা, তীব্র শীত সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। সেই তাপদাহ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানবসভ্যতাকে রক্ষা করতে ও দেশবাসীকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতেই আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচি।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
আরএন/
মন্তব্য করুন