চুয়েট প্রতিনিধি:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ এএসসিই ( আমিরিকান সোসাইটি অফ সিভিল ইন্জিনিয়ারস) স্টুডেন্টস চ্যাপ্টার চুয়েট ও পরিবেশবাদী সংগঠন গ্রীন ফর পিস এর উদ্যোগে শুরু হয়েছে পরিবেশ সপ্তাহ। পরিবেশের গুরুত্ব ও এ সম্পর্কে সচেতনতা তৈরি করার প্রতিপাদ্য নিয়ে চলবে ৭ দিনব্যাপী এই কার্যক্রম।
গত ২ জুন রবিবার থেকে পরবর্তী সপ্তাহের রবিবার পর্যন্ত নানামুখী কার্যক্রমের মধ্যদিয়ে এ সপ্তাহ পালিত হবে। তারই অংশ হিসেবে গত ৩ জুন চুয়েট শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিনামূল্যে স্থানীয় অসচ্ছল শিক্ষার্থিদের শিক্ষাদানকারী সংগঠন প্রদীপ স্কুলের শিশুদের সাথে স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে সচেতনতা ও এ সংক্রান্ত আলোচনা এবং তাদের বিভিন্ন উপহার প্রদানের মধ্যদিয়ে সাত দিন ব্যাপী এই কার্যক্রমের সূচনা ঘটে। বিশ্ববিদ্যালয়টির শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এ কার্যক্রমে শিশুদের সাথে বিভিন্ন আলোচনা-গল্প করার মাধ্যমে তাদেরকে পরিবেশ সম্পর্কে সচেতনতা ও গুরুত্ব বোঝানো হয়।
এছাড়াও এসময তাদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময়ে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.জামাল উদ্দীন আহম্মদ, পুরকৌশল বিভাগের অনুষদ প্রধান অধ্যাপক ড. আয়েশা আখতার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু শাহাদাত মোহাম্মদ সায়েম।
গ্রিন ফর পিস এর সভাপতি নাঈমুল ইসলাম বলেন,আমাদের মূল লক্ষ্য হলো সবার মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি। ক্যাম্পাসে বিভিন্ন জায়গায়, টিএসসির পাশে আমরা প্লাস্টিক দূষণ দেখি। ক্যাম্পাসকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের সবার মধ্য থেকেই উদ্যোগ নিতে হবে। আর সে জন্যই আমাদের এমন কার্যক্রম
উল্লেখ্য, পরিবেশ সপ্তাহ উপলক্ষ্যে আরও বেশ কিছু কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে গ্রীন ফর পিস ও এএসসিই স্টুডেন্ট্স চ্যাপ্টার চুয়েট। তন্মধ্যে কুইজ প্রতিযোগীতা, বৃক্ষরোপণ, চুয়েট স্কুলে ক্যাম্পেইন,চিত্রাঙ্কণ প্রতিযোগীতা, পরিবেশ সম্পর্কিত পোস্টার প্রেজেন্টেশন এবং অটোক্যাড প্রতিযোগীতার আয়োজন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরএন/
মন্তব্য করুন