এডুকেশন টাইমস
১৬ জুন ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদুল আজহাকে ঘিরে খুবি শিক্ষার্থীদের ভাবনা

ইব্রাহিম খলিল, খুবি প্রতিনিধি:

মুসলিম জাতির সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদ উৎসবে শিক্ষার্থীদের মাঝে ঈদকে ঘিরে বিরাজ করে আনন্দ আর আমেজের।  সেই আনন্দ-আমেজ নিয়ে শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন এডুকেশন টাইমসের খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রতিনিধি ইব্রাহিম খলিল। 

মানুষের হক আদায়সহ সবকিছু মিলিয়ে ব্যস্ততম দিন কাটে এই ঈদে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বছরের বেশির ভাগ সময় আমরা দূরেই থাকি, পরিবার-পরিজন, স্কুল কলেজের বন্ধুদের থেকে অনেক দূরে। বছরের দুটি ঈদ আমাদের সকলের কাছাকাছি আসার একটা সুযোগ তৈরী করে। আমার কাছে ঈদুল আজহা একটি ব্যাতিক্রম। পশু কুরবানি, আত্নীয় স্বজনের হক আদায়, গরীব দু:খী মানুষের হক আদায় সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ততম সময় কাটায়ে হয় এই ঈদে। তবুও সকলের সাথে একত্রে ঈদ করা, ময়দানে ঈদের নামাজ আদায় করার, বড়দের সাথে করমর্দন করা, ছোটদের আনন্দের উপলক্ষ তৈরি করার মাধ্যমেই এবারের ঈদ পালন করছি।

–  মো. ফাহিম রহমান, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন।

টানা এক মাসের পরীক্ষার চাপ কাটিয়ে উঠেই ঈদের ছুটি তাই আরো বেশি আনন্দদায়ক ঈদ মানেই আনন্দ। আর আমাদের খুবিয়ানদের জন্য এবার ঈদের আনন্দ আরো বেশি সেমিস্টার ফাইনালের পর পর ঈদ হওয়ায়। টানা এক মাসের পরীক্ষার চাপ কাটিয়ে উঠেই ঈদের ছুটি তাই আরো বেশি আনন্দদায়ক। ঈদের সময় পরিবার আত্মীয় স্বজনদের সময় দেওয়া হয় বেশি। কোরবানির দিন মাংস ছাড়ানো, সেইগুলো বিলি করা এগুলোর মধ্যেই কোরবানির ঈদের আনন্দ। এরপরে স্কুল- কলেজের বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আত্মীয়দের বাসায় ঘুরে বেড়ানো এভাবে কখন যে ঈদের সুন্দর সময় গুলো কেটে যায় টেরই পাওয়া যায় না। সকলে যেন ঈদের সময়টা সুন্দরভাবে কাটাতে পারে সৃষ্টিকর্তার কাছে সেই দোয়া করি।

–  সাইফ নেওয়াজ, ফার্মেসি ডিসিপ্লিন।

আমাদের সকলের উচিৎ হিংসা অহংকার ভুলে লোক দেখানোর উদ্দেশ্যে বড় পশু কোরবানি না করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সামার্থ অনুযায়ী পশু কোরবানি করা ঈদ শব্দের অর্থ আনন্দ, উৎসব । আর আজহা শব্দটির অর্থ ত্যাগ, উৎসর্গ বা কোরবানির পশু জবেহ করা। মুসলমানদের সবথেকে বড় দুইটি ধর্মীয় উৎসব এর মধ্যে একটি ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমান সম্প্রদায় প্রতিবছর ইব্রাহিম (আ:) ও তার পুত্র ইসমাইল (আ:) এর ত্যাগের স্মরনে জিলহজ মাসের ১০ -১২ তারিখে আল্লাহর রাস্তায় নিজের ক্রয়কৃত পশু জবেহ করে থাকে। এই ঈদ আমাদের শিক্ষা দেয় মানুষের মাঝে ভেদাভেদ ভুলে এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জবাইকৃত পশুর ১ অংশ গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেওয়া। ১ ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেওয়া। মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন , ‘ তোমাদের জবেহকৃত পশুর গোশত,রক্ত কিছুই আল্লাহর কাছে পৌছে না, পৌছায় শুধুমাত্র তোমাদের তাকওয়া ’ (সূরা হাজ্জ, আয়াত-৩৭) অতএব আমাদের সকলের উচিৎ হিংসা অহংকার ভুলে লোক দেখানোর উদ্দেশ্যে বড় পশু কোরবানি না করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সামার্থ অনুযায়ী পশু কোরবানি করা। আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানিকে কবুল করুন । আমিন।

– তামিম হাসান, ম্যাথমেটিকস ডিসিপ্লিন।

একমাত্র কুরবানী ঈদে সবাই আবার একসাথে হওয়ার ব্যাপারটা অনেক ভালো লাগে ঈদ মানে আমার কাছে একসাথে হওয়া। পরিবারের সাথে একসাথে হওয়া,বন্ধুদের সাথে অনেকদিন পর একসাথে হওয়া,সবাইকে অনেকদিন পরে কাছে পাওয়া। স্কুল আর কলেজের বন্ধুবান্ধব এখন সবাই লাইফের আলাদা আলাদা স্টেজে,আলাদা জায়গায়। এই একমাত্র কুরবানী ঈদে সবাই আবার একসাথে হওয়ার ব্যাপারটা অনেক ভালো লাগে। কোরবানীর পরে আত্মীয়স্বজন দের বাসায় বাসায় মাংস দিয়ে আসার ব্যাপারটা ছোটোবেলায় খারাপ লাগলেও,এখন জিনিসটা মিস করি,সবার সাথে দেখা হতো, কথা হতো। প্রতিবারের মতো এবারও এক হবো সব বন্ধুরা,পরিবারের সবাই আসবে বাসায় ঈদের আনন্দ ভাগ করে নিতে আর অপেক্ষা করব পরের বছর আবার কখন এই সময়টা আসবে। সবাইকে ঈদ মোবারক।

– আলিফ মাহমুদ, ফার্মেসি ডিসিপ্লিন।

গ্রাম ছেড়ে যারা বাইরে পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি জমায় তাদের কাছে ঈদের ছুটি মানে এক অসীম আনন্দ। বছরের দুইটি ঈদের মধ্যে একটি হলো ঈদুল আজহা, যা মুসলমানদের ত্যাগের উৎসব। বছর ঘুরে আবার মুসলমানদের এই ত্যাগের উৎসব আসতে চলেছে। প্রতিবারের মত এইবার ও সকল মুসলমান তাদের সামর্থ্যের মধ্যে পশু কুরবানি করবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। গ্রাম ছেড়ে যারা বাইরে পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি জমায় তাদের কাছে ঈদের ছুটি মানে এক অসীম আনন্দ। তেমনি আমার কাছে ইদ মানে অন্যরকম অনুভূতি। সারাদিন ক্লাস, প্রেজেন্টেশন, ভাইবা এবং পরীক্ষা, এরপর আবার টিউশন কিংবা কোচিং সবমিলিয়ে ব্যস্ত সময় পাড় করার মধ্যেই চলে এলো এই আনন্দঘন সময়। দীর্ঘ দেড় মাস পর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের সাথে আবারও ইদের আনন্দ ভাগাভাগি করবো, এই ভেবেই ব্যাচেলর লাইফের সকল কষ্ট দূর হয়ে গেলো। চাঁদরাতে সবার সাথে ইদের শুভেচ্ছা বিনিময়, পরিবারের সদস্যদের সাথে একসাথে ইদের নামাজ থেকে শুরু করে কোরবানি, ইদের প্রতিটি বিকেলে বন্ধুদের সাথে আড্ডা, ইদ উপলক্ষে আত্মীয়বাড়ি বেড়াতে যাওয়া, সবমিলিয়ে প্রতিবছর ইদুল আযহা এক অন্যরকম ভালোলাগা নিয়ে আবির্ভূত হয়। তারপর এক দিন কোরবানির ঈদ আনন্দ এবং ছুটি দুটিই শেষ হয়ে যাবে। আবার সবাই চলে যাবে নিজ নিজ গন্তব্যে, ব্যস্ত হয়ে পড়বে নিজ নিজ কর্মক্ষেত্রে। পরিশেষে কোরবানির ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ঈদের আনন্দ, উচ্ছ্বাস ভাগাভাগি করে নিতে যান্ত্রিকতার শহর ছেড়ে সকলেই হচ্ছে ঘরমুখো। সকলে নিরাপদে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে ঈদ উদযাপন করুক এমনটাই প্রত্যাশা।

– তামিম হাসান, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন।

বয়সের সাথে সাথে ঈদের আনন্দ আরও গভীর ও তীব্র হয়ে ওঠে ঈদ – শুধু একটি শব্দ নয়, এটি এক আবেগ, এক অনুভূতি যা মুসলমানদের হৃদয়ে স্পন্দিত হয় প্রতি বছরের দু’বার। ঈদ মানে আনন্দ, উৎসব, নতুন জামাকাপড়, মুখরোচক খাবার, এবং আত্মীয়-স্বজনের সাথে মিলিত হওয়া। নতুন জামাকাপড় পরে ঈদগাহে যাওয়ার আনন্দ, ঈদের বাজারে ঘুরে বেড়ানোর উৎসাহ, আত্মীয়স্বজনের সাথে কোলাকুলি করে আনন্দ ভাগ করে নেওয়া – এই সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি। ঈদগাহের পথে মানুষের ঢল, নতুন জামাকাপড়ে সাজানো শিশুদের হাসি মুখ, সবার মুখে ঈদের আনন্দ – এই দৃশ্য ঈদের দিনেই ফুটে ওঠে। সেই ছোট থেকে এখনো আমার ঈদ শুরু হয় খুব ভোরে ঘুম থেকে উঠে নতুন জামা পরে রেডি হওয়া, বাসার সবার কাছ থেকে সালামী নেওয়া, পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের সাথে দেখা সাক্ষাৎ, পারিবারিক দাওয়াতে যাওয়া – এইভাবেই কেটে যায় পুরো ঈদের দিনটা। ঈদের আরেক আকর্ষণ হলো পুরানো বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনের সাথে মিলিত হওয়ার সুযোগ মিলে। পড়াশোনা বা বিভিন্ন কারণে সারা বছরই সবার সাথে দেখা সাক্ষাতের সুযোগ হয় না। আর ঈদের এই দিনটাই সকলে মিলে আনন্দে মাতোয়ারা হওয়ার এক সুন্দর দিন। ঈদের খাবার, সবার সাথে আড্ডা – সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়। বছরের পর বছর ঈদ এসে যাচ্ছে, কিন্তু ঈদের আনন্দ কখনোই কমে না। বরং বয়সের সাথে সাথে ঈদের আনন্দ আরও গভীর ও তীব্র হয়ে ওঠে। ঈদের আনন্দ শুধু আমাদের মনে আনন্দ নিয়ে আসে না, বরং আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, আমাদের মধ্যে সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সুন্দর কাটুক সবার ঈদ এবং অন্তরের অন্তস্থল থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!

– ফারজানা জাহান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।

ইএইচ/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

১০

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

১১

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১২

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১৩

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১৪

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৫

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৬

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৭

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৮

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৯

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

২০