ডেস্ক রিপোর্ট:
যশোরের কেশবপুরে নানা আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, গ্রামের অনেকেই দেশের বিভিন্ন স্থানে পড়াশোনা ও কাজের প্রয়োজনে অবস্থান করেন। দীর্ঘদিন পর ঈদে গ্রামে একত্রিত হয়ে গ্রামবাসীদের সঙ্গে আনন্দে মেতে উঠতেই এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।
সাবেক পুলিশ কর্মকর্তা আবুল বাশারের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ। এছাড়া অন্যান্যের ভেতর উপস্থিত ছিলেন ১০ নম্বর সাতবাড়িয়া ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, শিক্ষক আবুল কালাম প্রমুখ।
এসময় মফিজুর রহমান মফিজ বলেন, এধরনের আয়োজন আমাদের নিজেদের আত্মিক বন্ধন বৃদ্ধিতে সাহায্য করবে। আগামীতে আরও বড় পরিসরে কিভাবে এ আয়োজন করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নেবো।
পুনর্মিলনী আয়োজনে হাড়ি ভাঙা, বালিশ বদল, কলা গাছে ওঠা, বিস্কুট দৌড়সহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে এএনএইচ গ্রুপের সৌজন্যে বাংলা ওয়াশসহ বিভিন্ন পুরষ্কার বিতরণ করা হয়।
আরএন/
মন্তব্য করুন