এডুকেশন টাইমস ডেস্ক:
গ্রীষ্মকালীন ছুটি পুনর্নির্ধারণ করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ২৬ জুন খুলতে যাচ্ছে। এছাড়াও শনিবারের ছুটি বহাল থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শিক্ষাপঞ্জি অনুসারে, এবার ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা আগামী ২ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।
এর আগে ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছিল, নানা কারণে পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমে গিয়েছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার ফলে কর্মদিবস হ্রাস পাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে।
ইএইচ/
মন্তব্য করুন