এডুকেশন টাইমস ডেস্ক:
এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্যা ও ভারী বৃষ্টির কারণে পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার (২৫ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। কিন্তু পরীক্ষা সারা দেশে পেছানোর সুযোগ নেই। অন্যান্য এলাকায় কিছুদিন পর থেকে অনেক বৃষ্টি হবে। আমরা যদি এখন বিলম্ব করি তাহলে সেই এলাকাগুলোতে পরীক্ষা নিতে পারব না।
সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা দুই মাস পেছাতে মঙ্গলবার (২৫ জুন) প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন এইচএসসি-২৪ ব্যাচের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী কার্যালয়ে পরীক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি জমা দেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী মাইশা মাহফুজ স্নেহা। এসময় বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট নগরে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
ইএইচ/
মন্তব্য করুন