কুবি প্রতিনিধি:
অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকেরা।
সোমবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘আমরা শিক্ষকদের একটি সামাজিক সম্মান ব্যতীত আর তেমন কোনো কিছুই অর্জন করার সুযোগ নেই শিক্ষকতা পেশা থেকে। কিন্তু এই পেনশন স্কিম আমাদের বিদ্যমান যে সুযোগ-সুবিধা সেগুলোকেও সংকুচিত করছে। যদি এমন হয় তাহলে মেধাবীরা শিক্ষকতায় আসবে না, যা শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্তের সাথে একমত এবং আমরা চাই এই স্কিম বাতিল করা হোক। আশাকরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচক্ষণতার পরিচয় দিবেন এবং এই সমস্যার দ্রুতই সমাধান করবেন।’
উল্লেখ্য, বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গত ৪ জুন এবং ২৫, ২৬ ও ২৭ জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অর্ধদিবস এবং ৩০ জুন পূর্ণদিবস কর্মসূচি পালন করে।
ইএইচ/
মন্তব্য করুন