কুবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার মাহফিল নিষিদ্ধ করার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণ-ইফতার কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজার দিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইফতার কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
গত ১১ মার্চ শাবিপ্রবি এবং নোবিপ্রবিতে পৃথক দুই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। যা সমাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দেয় এবং প্রতিবাদ শুরু হয়।
এরই প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ সামাজিক যোগাযোগমাধ্যমে গণ-ইফতার কর্মসূচির জন্য আহ্বান জানায়। পরে শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে জমায়েত হয়ে কর্মসূচি বাস্তবায়ন করে।
গণ-ইফতারে অংশগ্রহণ করা তৌহিদুল ইসলাম জিসান বলেন, ‘গতকাল থেকে আমরা একটা ইস্যু দেখতে পাচ্ছি যে শাবিপ্রবি এবং নোবিপ্রবির ক্যাম্পাসে ইফতার আয়োজনে নিষিদ্ধ করে প্রশাসন। আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম আমাদের অনুভূতির সাথে জড়িত। আমরা নিজেদের উদ্যোগে প্রতিবাদ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণ-ইফতারের আয়োজন করেছি।’
এসআই/
মন্তব্য করুন