জবি প্রতিনিধি:
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬৬টি ব্যাচের শিক্ষার্থীরা।
শুক্রবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে।
প্রতিবেদক প্রতিবেদনটি লেখা পর্যন্ত জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে ৩১টি ডিপার্টমেন্ট এর ১০৫টি ব্যাচ ক্লাস পরীক্ষা বর্জন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে ।
সেগুলো হলো- গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪টি ব্যাচ (১৪, ১৬, ১৭ ও ১৮), ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ৪টি ব্যাচ (১৫, ১৬, ১৭ ও ১৮), আইন বিভাগের ৪টি ব্যাচ (১৫, ১৬, ১৭ ও ১৮), মার্কেটিং বিভাগের ৩টি ব্যাচ(১৬, ১৭, ১৮), দর্শন বিভাগের ২টি ব্যাচ (১৭, ১৮), সমাজকর্ম বিভাগের ৪টি ব্যাচ (১৫, ১৬, ১৭, ১৮), আইইআর বিভাগের ৪টি ব্যাচ (১৪, ১৬, ১৭ ও ১৮), গণিত বিভাগের ৩টি ব্যাচ (১৬, ১৭, ১৮), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪টি ব্যাচ (১৫, ১৬, ১৭, ১৮), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪টি ব্যাচ (১৫, ১৬, ১৭ ও ১৮), আইএমএল বিভাগের ৪টি ব্যাচ (১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮), ইতিহাস বিভাগের ৫টি ব্যাচ (১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮), পদার্থবিদ্যা বিভাগের ৩টি ব্যাচ (১৬, ১৭, ১৮), লোক প্রশাসন বিভাগের ৩টি ব্যাচ (১৬, ১৭, ১৮), নৃবিজ্ঞান বিভাগের ৩রি ব্যাচ (১৬, ১৭ ও ১৮), হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগের ৪টি ব্যাচ (১৫, ১৬, ১৭ ও ১৮), পরিসংখ্যান বিভাগের ৩টি ব্যাচ (১৬, ১৭, ১৮), সমাজ বিজ্ঞান বিভাগের ৩টি ব্যাচ (১৬, ১৭, ১৮), ইংরেজি বিভাগের ৫টি ব্যাচ (১৪, ১৫, ১৬, ১৭, ১৮), রসায়ন বিভাগের ৫টি ব্যাচ (১৪, ১৫, ১৬, ১৭, ১৮), ইসলামিক স্টাডিজ বিভাগের ৫টি ব্যাচ (১৪, ১৫, ১৬, ১৭, ১৮), উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪টি ব্যাচ (১৫, ১৬, ১৭, ১৮), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩টি ব্যাচ (১৬, ১৭ ও ১৮), অর্থনীতি বিভাগের ২টি ব্যাচ (১৬ ও ১৮), প্রাণীবিদ্যা বিভাগের ২টি ব্যাচ (১৪ ও ১৮), ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের১টি ব্যাচ (১৮), মনোবিজ্ঞান বিভাগের ৩টি ব্যাচ (১৬, ১৭ ও ১৮), থিয়েটার বিভাগের ১টি ব্যাচ (১৮), ফার্মেসী বিভাগের ১টি ব্যাচ (১৮), কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ৪টি ব্যাচ (১৫, ১৬, ১৭, ১৮) এবং অণুজীববিজ্ঞান বিভাগের ৫টি ব্যাচ (১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮)।
আরএন/
মন্তব্য করুন