এডুকেশন টাইমস ডেস্ক: এবার সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল ও বৈষম্যমূলক কোটা প্রথা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের সব শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
এই সেশনের ব্যাচ ভিত্তিক নাম নিরঙ্কুশ -৭০ এর পক্ষ থেকে সকল বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভদের (সিআর) ঐক্যমতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হলে শিক্ষকরা তাদের চলমান আন্দোলন শেষে ক্লাসে ফিরলেও তারা ক্লাস-পরীক্ষা বর্জন করবে।
এসআই/
মন্তব্য করুন