ডেস্ক রিপোর্ট:
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি সোমবার দ্বিতীয় দিনের মতো পালিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) বুয়েটের অহর্নিশ ১৯ ব্যাচের শিক্ষার্থীরা ‘কারেন্ট স্টুডেন্টস অব বুয়েট’ নামক ফেসবুক গ্রুপের এক স্ট্যাটাসে এই বিষয়ে জানানো হয়।
জনা যায়, বেশকিছু দিন ধরে চলা এই আন্দোলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল না।
তবে মঙ্গলবার (৯ জুলাই) থেকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে রাজপথে নামবেন তারা। এ প্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে কাল দুপুর ১২টায় মানববন্ধন করবেন।
আরএন/
মন্তব্য করুন