ডেস্ক রিপোর্ট:
প্রথমবারের কোপা আমেরিকায় মতো খেলতে এসেই ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল কানাডা। তবে তাদের সে যাত্রার জয় রথ সেমিফাইনালেই থামিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে আটকে ফেলার হুমকি দিয়েছিলেন কানাডিয়ান কোচ। পরিকল্পনা করেছিলেন মেসিকে নিয়েও। কিন্তু কোনো টোটকাই যেন কাজে আসলো না। দলকে জিতিয়ে নেওয়ার পাশাপাশি মেসিও পেলেন গোল।
একই সঙ্গে ২-০ গোলে সহজ প্রতিপক্ষ কানাডাকে হারিয়ে মেসি-ডি মারিয়ারা পৌছে গেলো কোপা আমেরিকার ফাইনালে। এ জয়ে বিশ্বকাপসহ টানা ৩টি বড় টুর্নামেন্টে শিরোপা জয়ী দল হওয়ার রেকর্ড গড়তে শেষ ধাপে পৌছে গেলো তারা। এর আগে স্পেন এই কির্তী গড়েছিলো।
টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুর ম্যাচে প্রথম গোলটা এসেছিল ম্যানচেস্টার সিটির তারকা আলভারেজের পা থেকে। আজ সেমিফাইনালেও সেই আলভারেজই ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। ২২ মিনিটে তার দেওয়া গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। রদ্রিগো ডি পলের ডিফেন্স চেরা পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন আলভারেজ।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধেও দাপটের সঙ্গে শুরু করে আর্জেন্টিনা। যে কারণে গোল করতেও বেশি দেরি হয়নি তাদের। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের জোরালো মেসির বাঁপায়ে লেগে কানাডা জালে গিয়ে জমা হয়। এতে ব্যবধান দাঁড়ায় ২-০।
৮৯ ও ৯০ মিনিটেও গোলচেষ্টা চালিয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। কিন্তু ব্যর্থ হয়েছে শেষ মূহুর্তেও। এতে করে শেষ হাসি হাসেন মার্তিনেজরাই।
এ ম্যাচে নতুন এক রেকর্ড গড়েন মেসি। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (১০৯ টি) এখন তিনি। ১৩০ টি গোল নিয়ে তার সামনে এখন কেবল পর্তুগিজ তারকা রোনালদো।
আরএন/
মন্তব্য করুন