ববি প্রতিনিধি: সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে সকাল-সন্ধ্যা সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মিছিল নিয়ে আবাসিক হল ও লাইব্রেরি প্রদক্ষিণ করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা। অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স জরুরী যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।
আন্দোলনের সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় বিশ্বাস শুভ বলেন, আমরা সকল অযৌক্তিক কোটার বাতিল চাই। যতদিন পর্যন্ত কোটা নিয়ে একটি নতুন পূর্নাঙ্গ বিল না আসবে ততদিন আমাদের রাস্তা ছেড়ে যাওয়ার সুযোগ নেই।
সমন্বয় কমিটির আরেক সদস্য সিরাজুল বলেন, আমরা মূলত কোটা বাতিল চাচ্ছি না। বর্তমানে কোটার যে ব্যবস্থা রয়েছে সেটি একটি অযৌক্তিক ব্যবস্থা। আমরা কোটার যৌক্তিক সংস্কার দাবি করছি।
এসআই/
মন্তব্য করুন