ডেস্ক রিপোর্ট:
চলমান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে দ্বিতীয় পত্রের প্রশ্ন।
বৃহস্পতিবার (১১ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বিজয় স্মরনী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। কেন্দ্রটি চট্টগ্রাম বোর্ডের আওতাধীন।
শিক্ষার্থীরা জানান, প্রশ্ন হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে হৈচৈ পড়ে যায়। এরপর শিক্ষার্থীদের থেকে ভুল প্রশ্নপত্রটি সংগ্রহ করে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। এ ঘটনার দুই ঘণ্টা পর প্রথম পত্রের প্রশ্নপত্র সংগ্রহ করে পুনরায় পরীক্ষা শুরু হয়।
বক্তব্য জানতে কেন্দ্র সচিব শিব সঙ্কর দাশকে তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলার ইউএনও রফিকুল ইসলাম বলেন, কার ভুলে এই ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি করা হচ্ছে। উপজেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম জানান, পরীক্ষার প্রশ্ন বিতরণের দায়িত্ব জেলা প্রশাসনের। আর দেখেশুনে প্রতিদিন সকালে প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কেন্দ্র সচিবের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলা, অদক্ষতা ও অসতর্কতার কারণে বিজয় স্মরনী কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন চলে গেছে।
এছাড়া তিনি আরও বলেন, অন্য প্রশ্নে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ঘটনাটি তদন্ত করা হবে।
আরএন/
মন্তব্য করুন