জবি প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গতকাল দিনভর হামলার ঘটনায় আহত হয়েছেন সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। এতে প্রত্যেকটা ক্যাম্পাসজুড়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
গতকাল ঢাকা বিম্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়।তারই প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল করার জন্য ক্যাম্পাসে অবস্থান নেয়।
গতকাল রাত ১০ টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীদের সরব উপস্থিতি ক্যাম্পাসে দেখা গিয়েছে।
রাতভর ক্যাম্পাস পাহারা ও সকাল থেকে সকল ধরনের প্রস্তুতি রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।সকাল গড়াতে গড়াতে নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিতে থাকে।বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ,কলা অনুষদ, শহীদ মিনার,শান্ত্ব চত্বরের সামনে নেতাকর্মীদেরকে বিক্ষিপ্ত অবস্থায় থাকতে দেখা গিয়েছে।
এসময় প্রক্টরিয়াল বডির সদস্যদের ক্যাম্পাসে প্রদক্ষিণ করতে দেখা গিয়েছে।এছাড়াও শিক্ষার্থীদেরকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে মাঠে নামলে হামলার শিকার হয়।এতে দেশব্যাপী প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী আহত হয়।
আরএন/
মন্তব্য করুন