ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ। এ সময় আন্দোলনকারী ৩ শিক্ষার্থীকে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে এ তল্লাশি শুরু হয়। রাত ১১টায় এ কার্যক্রম শেষ হয়।
তল্লাশিকালে মূল ফটক বন্ধ করে প্রক্টরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করা ব্যক্তিদের নাম, পরিচয়সহ বিভিন্ন তথ্য নেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম গণমাধ্যমকে বলেন, বহিরাগতরা আক্রমণ করতে পারে এমন অভিযোগ করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাই তারা তল্লাশি করেছেন। যাদের কাছে আইডি কার্ড পাওয়া গেছে তাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ থাকবে।
আরএন/
মন্তব্য করুন