এডুকেশন টাইমস ডেস্ক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার (২৯ জুলাই) কমিশনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএসসি সূত্র জানায়, বিষয়টি নিয়ে আজ অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিভাগভিত্তিক ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা হয়। পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
এসআই/
মন্তব্য করুন