ইবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইবি শাখা।
শনিবার (১৬ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়ার মধ্যপাড়া এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় সিআরসি ইবি শাখার সভাপতি শাহীদ কাওসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, রোভার স্কাউটের সভাপতি মুসা হাসেমী, তারুণ্যের সেক্রেটারি প্রত্যয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিআরসি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ-সভাপতি সৌরভ, হাসিবুর, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সাব্বির সিআরসির স্কুল পরিচালক মশিউর, দপ্তর সম্পাদক মুরছালিন, সিআরসি স্কুল ইবি শাখার শিক্ষক মিতা, সিমা, তানভির, তাহমিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, আমরা আমাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে।
এসআই/
মন্তব্য করুন