যবিপ্রবি প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিলে সাড়া দিয়ে তুমুল বৃষ্টি উপেক্ষা করে রাজপথে নামে যশোরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তাদের অভিভাবক, আইনজীবী, চাকুরিজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। শুক্রবার (২রা আগস্ট) বিকাল ৩টা থেকে যশোরের ছাত্রসমাজ জড়ো হতে শুরু করে শহরের পালবাড়ি মোড়ে।
ধীরে ধীরে তাদের সাথে যুক্ত হতে থাকেন অভিভাবক, আইনজীবী ও বিভিন্ন পেশার মানুষ জন। পরক্ষণে গণমিছিল নিয়ে ছাত্রজনতা দড়াটানা অভিমুখে যাত্রা শুরু করলে শুরু হয় তুমুল বৃষ্টি। তবে সমন্বয়ক দের ডাকে সাড়া দিয়ে বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল জারি রাখে যশোরের জনগণ।
এসময় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন মিছিলে যুক্ত হতে থাকে এবং একপর্যায়ে মিছিল পরিনত হয় জনসমূদ্রে। পরবর্তীতে মিছিল যশোর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌঁছালে সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়। এসময় পুলিশ এবং ছাত্রসমাজের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও সমন্বয়কদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। শেষমেষ গণমিছিল শহরের কেন্দ্রস্থল বলে পরিচিত দড়াটানা মোড়ে এসে থামে এবং সেখান থেকে সমন্বয়ক বৃন্দ গণমিছিলের পরিসমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন