এডুকেশন টাইমস
৪ আগস্ট ২০২৪, ৩:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাবিতে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের মানবন্ধন

শাবিপ্রবি প্রতিনিধিঃ আটক শিক্ষার্থীদের মুক্তি, গণহত্যার বিচার, গোলা বারুদের অবসান, সোনার বাংলায় শান্তি এই দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নীপিড়ন বিরোধী শিক্ষক সমাজ।

রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে র‌্যালি নিয়ে প্রধান ফটকে গিয়ে মানববন্ধন করে শিক্ষকরা। এসময় শিক্ষকরা শিক্ষার্থীদের একদফা দাবির সাথে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। তবে এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে হুকুম করে এদেশের ছাত্র, শিশু ও জনতার বুকের উপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করেছে।অ্যামনেস্টি ইন্টান্যাশনালসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই হত্যাকে গনহত্যা বলেছে এবং ক্রাইম এগেইন্সট হিউমেন্স  বলে আখ্যায়িত করেছে।

তিনি আরো বলেন, জাতিসংঘের মার্কস বিহিকলস ব্যবহার করে এই হত্যাকান্ড সংগঠিত করেছে এই সরকার। আমরা রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বসে থাকতে পারি না। শিক্ষার্থীদের এই একদফা দাবির আগে আরো অনেক দাবি ছিল । সেগুলো সরকার না মেনে হত্যাকান্ড সংগঠিত করায় ছাত্ররা একদফা দিতে বাধ্য হয়েছে। গতকাল দেশে যে গনঅভ্যুত্থান হয়েছে এর পর আর কোন অধিকার নাই এই সরকারের পদে বসে থাকার। তাই আমি বিনয়ের সাথে বলব আর কোনো গনহত্যা না করে ছাত্ররা নতুন বাংলাদেশ গড়ার যে স্লোগান দিয়েছে তা মেনে নিয়ে আপনারা বিদায় হন।

আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে অধ্যাপক নজরুল বলেন, আপনারা আমাদের ভাই, আপনারা রাষ্ট্রের সন্তান।এই রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনাদের অবদান রয়েছে রয়েছে আপনারা হয়ত বলবেন আমরা উপর মহলের হুকুম মান্য করছি। আপনারা তা পালন করুন। তবে সংবিধান বিরোধী হুকুম পালন করবেন না। সংবিধান বলেছে সেই সকল হুকুম পালন করা যাবে যা অসাংবিধানিক নয়। ১৯৭১ সালে আপনারাই রাজারবাগে রাইফেল নিয়ে নেমে পরেছিলেন। আপনারা মুক্তিযুদ্ধকরেছেন। তাই আপনাদের বিনয়ের সাথে বলব আপনারা কোন দলের পক্ষ নিয়েন না। আপনারা জনগনের কাতারে আসুন। আর কোন গুলি করবেন না। আমার একটা ছাত্র ও জনগনের গায় গুলি করবেন না। যদি আর কোন গুলি করেন তাহলে আমারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গুলির সম্মুখে যাব। আমরাও জীবন দিব।

প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে চৌহাট্রা পয়েন্ট গেলে দুইবার পুলিশি বাধার সম্মুখিন হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষকরা। এতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেন এই শিক্ষকরা।

এসময় শিক্ষকরা বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছিলাম কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বাধাঁয় ছাত্রছাত্রীদের কাছে যেতে পারি নাই। তবে পুলিশ বাহিনীকে আমরা বলেছি আর কোন গুলি যেন না ছোড়ে। আমরা শিক্ষার্থীর রক্তে আর রঞ্জিত হতে চাই না। পুলিশের কাজ সকলকে নিরাপত্তা দেয়া কিন্তু এই পুলিশ বাহিনী এক পেশে ভুমিকা পালন করছে। সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছে আর নিরস্ত্র ছাত্রীদেন উপর হামলা চালিয়ে অনেক ছাত্রছাত্রীকে আহত করেছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর এরকম এক পেশে  ভুমিকার তীব্র নিন্দা,  প্রতিবাদ জানাই।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিতে গনহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১০

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১১

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১২

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

১৩

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

১৪

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

১৫

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

১৬

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

১৭

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৮

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

১৯

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

২০