নিউজ ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পর পতনের পর এখন বাংলাদেশে দ্রুত শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপে এই অর্থনীতিবিদ সতর্ক করে বলেন, দ্রুত শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে এর প্রভাব দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারে পড়তে পারে।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার থেকে দেশের সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেয়।
ড. ইউনূসও একই বার্তা দিয়েছেন, বিজয় উদযাপনের পর সবাইকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। আর (মঙ্গলবার) সকাল থেকে সব স্বাভাবিক হয়ে যাওয়া উচিৎ।
এসএস/
মন্তব্য করুন