নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিনে সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভর নেতৃত্বে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
ইফতার বিতরণ ও বঙ্গবন্ধুর জন্মদিন পালনের বিষয়ে নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন, বাঙালির আদর্শ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান প্রজন্মের মন-মননে চিন্তা-চেতনে আদর্শ-অনুপ্রেরণে চেতনায়-জাগরণে প্রদীপ্ত শিখারূপে প্রবাহমান। শৈশব থেকেই বঙ্গবন্ধু ছিলেন একজন স্বভাবজাত নেতা, নেতৃত্বের গুণ তাঁর মধ্যে বিকশিত হয়েছিল বাল্যকাল থেকেই। একই সাথে অধিকার আদায়েও তিনি ছিলেন শৈশব থেকেই সোচ্চার এক কণ্ঠ। আমরা জানি, ১৭ মার্চ একই সাথে জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হয়। শিশুদের মধ্যে নেতৃত্ব ও মানবীয় গুণাবলির সমন্বিত উন্মেষ ঘটাতে বাঙালির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হলেন দীপ্যমান দৃষ্টান্ত।
নোবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর চিরায়ত যে আদর্শ সেটি ছড়িয়ে দিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন করেছি। এই লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তরুণ প্রজন্মের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি এবং সাধারণ শিক্ষার্থী ও অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।
এসআই/
মন্তব্য করুন