এডুকেশন টাইমস
১০ আগস্ট ২০২৪, ৫:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায় ববি শিক্ষার্থীরা, কী ভাবছে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো?

ববি প্রতিনিধি

কয়েকটি রাজনৈতিক ছাত্রসংগঠন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চাইলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারন শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায়। তবে সব রাজনৈতিক সংগঠনগুলো ক্যাম্পাসে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি চায় না।  

রাজনৈতিক সংগঠনগুলোর দাবি , শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অপরাজনীতি ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্থ করে এবং পড়াশোনার পরিবেশ নষ্ট করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ফেইসবুক গ্রুপের চালানো পরিসংখ্যানে দেখা যায় , বিশ্ববিদ্যালয়ের ৯৬% শিক্ষার্থী মনে করে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকা  উচিত নয় । মাত্র ২% শিক্ষার্থী মনে করে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকা উচিত।

সারাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের ছোয়া লেগেছে । দৃশ্যমান হয়েছে কতৃপক্ষের নানা পদক্ষেপও। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন কিংবা সংস্কার দেখা যায়নি।এসবের পিছনে শিক্ষার্থীরা অন্যতম কারন হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহিদুল ইসলাম জানান, সমন্বয়কদেরও মধ্যে একটি অংশ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা সাধারণ শিক্ষাথীদের কোনো দাবি দাওয়া প্রশাসনের কাছে তুলতে পারছে না ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হাসিব বলেন, শতশত শিক্ষার্থী ও নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে আমরা বিজয় ২৪ পেয়েছি । আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। এ বিজয় আমরা মলিন হতে দিতে পারি না । আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান হোক জ্ঞান চর্চার প্রাণ কেন্দ্র। এখানে ছাত্র শিক্ষকদেরও মধ্যে থাকবে মধুর সম্পর্ক । কিন্তু শিক্ষক-শিক্ষার্থী , কর্মকর্তা-কর্মচারী রাজনীতি সবচেয়ে বড় বাধা । এদের অপরাজনীতি আমাদের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্থ হয় এবং পড়াশোনার পরিবেশ নষ্ট হয় । তাই চিরতরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতি নিষিদ্ধ করা হউক।

আরেক শিক্ষার্থী রবিউল খান বলেন, এখনই উপযুক্ত সময় বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা শুধু ছাত্র রাজনীতি না পাশাপাশি শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ করা। কারণ, আগামীর বাংলাদেশ যদি গড়তে চান তাহলে উন্নত রাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে আমাদের প্রয়োজন একটি শক্তিশালী শিক্ষা কাঠামো। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতি এবং নিষিদ্ধের মাধ্যমে একটি সুশিক্ষা এবং একটি আদর্শ দেশ গড়ার নাগরিক আমরা তৈরি করতে পারব। এতদিন যে বৈষম্য এবং বিভিন্ন লেজুর ভিত্তিক কাঠামো থাকার কারণে আমাদের বাংলাদেশ শিক্ষা বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে চলে গিয়েছিল এর থেকে পরিত্রাণের এখনই উপযুক্ত সময়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সিবাত আহম্মেদকে কয়েকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মো. রেজা শরীফ বলেন, আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু সংস্কারমূলক ছাত্ররাজনীতির পক্ষে। যে ছাত্ররাজনীতি হল দখল করবে না , চাঁদাবাজি করবে না । সর্বোপরি সাধারন শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে । সাধারন শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চায় বিষয়টা কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে যে অপরাজনীতি হয়েছে তার জন্য শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চায়। কিন্তু আমরা এই অপরাজনীতির বিরুদ্ধে সুস্থ ধারার রাজনীতি চালু করতে চাই, আশাকরি সেখানে সাধারণ শিক্ষার্থীদেরও কোনো আপত্তি থাকবে না ।

ইএইচ/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিতে গনহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১০

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১১

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১২

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

১৩

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

১৪

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

১৫

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

১৬

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

১৭

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৮

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

১৯

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

২০