ইবি প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিসহ চার দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) সমন্বয়কদের নেতৃত্বে ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গনে থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখপাড়া বাজারে গিয়ে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের এ আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ফটকের সামনে অবস্থান করে ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে সমন্বয়ক এস এম সুইট বলেন, ১৫ বছরে স্বৈরাচার হাসিনা সরকার ও তার দোসররা এদের হাজার হাজার মানুষের রক্তে তাদের হাত রঞ্জিত করেছে। আমরা অতি শীঘ্রই তাদের বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। ১৫ আগস্টকে ঘিরে বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে চব্বিশের পরাজিত শক্তি অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। যারা এমন হীন পরিকল্পনা করছে তাদের কালো হাত ভেঙ্গে দিবো, তাদেরকে প্রতিহত করতে ছাত্র-জনতা প্রস্তুত আছে।
এসএস/
মন্তব্য করুন