গবি প্রতিনিধি :
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু মুহাম্মদ মুকাম্মেল। এর আগে, ১৩ আগষ্ট রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেন কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।
বুধবার (১৪ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি প্রকাশ্যে আসে।
এ বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু মোহাম্মদ মুকাম্মেল জানান, যেহেতু বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার পদ আগে থেকেই খালি ছিল, সেহেতু রেজিস্ট্রার পদত্যাগের পরে আমাকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুতই রেজিস্ট্রার নিয়োগ হবে।
এছাড়াও তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিসমূহের বিষয়ে প্রশাসন দ্রুতই তাদের সাথে আলোচনা করবে। বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে তিনি শিক্ষার্থীসহ সকল সংগঠনের সহযোগীতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনের আয়োজন দ্রুতই সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জানা যায়, গত ১৩ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম, দূর্নীতিসহ বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।
উল্লেখ্য, আবু মুহাম্মদ মুকাম্মেল ২০১৪ সালের ফেব্রুয়ারিতে গণ বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। পরে ২০১৮ সালে সিনিয়র সহকারী রেজিস্ট্রার হিসেবে উন্নীত হন। এর আগে তিনি দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
/ইএইচ
মন্তব্য করুন