এডুকেশন টাইমস ডেস্ক: আনুষ্ঠানিকভাবে রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রোববার (১৮ আগস্ট) অধ্যক্ষের কার্যালয় থেকে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগমের সই করা অঙ্গীকারনামায় বলা হয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকের সিদ্ধান্ত অনুযায়ী ইডেন মহিলা কলেজকে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করা হলো। সব ধরনের রাজনৈতিক সংগঠন (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, জামাত, জঙ্গি সংগঠন, হিযবুত তাহরীর ও অন্যান্য সব রাজনৈতিক সংগঠন) ইডেন মহিলা কলেজে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো।
কলেজ প্রশাসনের অঙ্গীকারনামায় উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদকসহ প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানরা স্বাক্ষর করেছেন।
এসএস/
মন্তব্য করুন