শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে চুক্তিবদ্ধ যমুনা স্টার সেইভ গার্ড সার্ভিসেস লিমিটেডের অধীনে প্রায় ১২০ জন নিরাপত্তাকর্মী কর্মরত আছেন। কোন বেতন ছাড়াই গত দেড় মাস ধরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করতে হচ্ছে। বেতন উত্তোলন করতে গেলে উপাচার্যের স্বাক্ষর লাগবে বলে জানান হিসাব দপ্তরের পরিচালক। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল কর্মকর্তারা নিয়মিতই বেতন পাচ্ছেন বলে জানা যায়। এতে পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে প্রায় ১২০ জন নিরাপত্তাকর্মী।
বিশ্ববিদ্যালয়ের হিসাব দফতর সূত্রে জানা যায়, প্রতিমাসে ২০ তারিখে যমুনা কোম্পানির অধীনে কর্মরত নিরাপত্তাকর্মীরা বেতন পেয়ে থাকেন। কিন্তু তাদেরকে বেতন পেতে উপাচার্যের অ্যাপ্রুভাল স্বাক্ষর লাগে। সেজন্য এসব নিরাপত্তাকর্মীদের বেতন দেওয়া যাচ্ছেনা বলে জানান হিসাব দফতরের কর্মকর্তারা।
এদিকে বেতন না পেয়ে নিরাপত্তাকর্মী মো. সাগর বলেন, জুলাই মাস পার হয়ে আগস্ট মাসও চলে যাচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয় আমাদেরকে এখনো কোন বেতন দিচ্ছেনা। কর্তৃপক্ষ বলছে উপাচার্য না আসলে আপনাদের বেতন দেওয়া সম্ভব না। তাহলে আমাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা কীভাবে উপাচার্যের অ্যাপ্রুভাল ছাড়া বেতন পাচ্ছে।
আরেক নিরাপত্তাকর্মী নুরুল আমিন বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। মাসিক এই বেতন দিয়ে আমাদের সংসার চলে। আমাদের বেতন সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের হিসাব দফতর ও নিরাপত্তা শাখার নিকট জোর দাবি জানাচ্ছি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হিসাব দফতর পরিচালক সোহেল আহমদ বলেন, উপাচার্যের অ্যাপ্রুভাল ছাড়া আমার কোন এখতিয়ার তাদেরকে বেতন দেওয়ার। তবে বিশ্ববিদ্যালয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাওয়ার ক্ষেত্রে উপাচার্যের কোন অ্যাপ্রুভাল লাগেনা।
এসএস/
মন্তব্য করুন