বাকৃবি প্রতিনিধি: ভারতের উজানের পানি ও ভারি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের প্রায় ১২ টি জেলা। বন্যাকবলিত এলাকার মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। বন্যার্তদের ত্রাণসমগ্রী হিসেবে সংগ্রহ করেছেন টাকা, কাপড়, শুকনো খাবারসহ বিভিন্ন ঔষধ।
শুক্রবার (২২ আগস্ট) রাত ২টা নাগাদ বাকৃবি থেকে একটি ট্রাকে করে এসব ত্রাণ সামগ্রী নিয়ে ফেনী জেলার উদ্দেশ্যে রওনা দেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত রহমান জানান, এপর্যন্ত প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা ত্রাণ সংগ্রহ করেছেন তারা। এর মধ্যে ফেনীর বন্যার্তদের সহায়তায় ৭০ হাজার টাকা খরচ করে ২০০ কেজি চিড়া, ৪০০ লিটার পানি, ১০০ কেজি চিনি, ১০০ কেজি মুড়ি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, বিস্কুট, কেক, পাউরুটি এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ক্রয় করা হয়েছে । বাকি যে টাকা রয়েছে তা নিয়ে অন্য একটি জেলায় যাত্রা করবেন বলে জানান তিনি।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছেলেদের জন্য পাঁচশত প্যান্ট ও টি-শার্ট , দুইশত পাঞ্জাবি , মেয়েদের জন্য একশত জামা, ছোট বাচ্চাদের জন্য ৬০ টি প্যান্ট এবং ৫০টি শার্ট সংগ্রহ করা হয়েছে।
আরাফাত রহমান আরও বলেন, শুরুর দিকে আমরা ছোট্ট একটি ফান্ডিং থেকে ২০ হাজার টাকা সংগ্রহ করি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যবসায়ীদের সহায়তায় এখন পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার টাকা সংগ্রহ করেছি।
আরেক শিক্ষার্থী মির আবু রায়হান বলেন, ফেনীর এক বন্ধু নিজের করুণ অবস্থা জানানোর পর বৃহস্পতিবার রাত ২টা থেকে ত্রাণ সংগ্রহের কাজ শুরু করি। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন হল এবং শহর থেকে টাকা সংগ্রহের কাজ করেছে।
জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের অভ্যন্তরে গত কয়েকদিনে ভারি বৃষ্টিপাতের কারণে মুহুরী, কহুয়া, গোমতী এবং সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে দেশে ১২ জেলায় আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন ৩৬ লক্ষ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। মহাসড়ক এবং রেল লাইন প্লাবিত হওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্যাকবলিত হয়ে এখন পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।
এসএস/
মন্তব্য করুন