শাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চলমান ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতায় একদিনের ও কোটা আন্দোলনে আহতদের চিকিৎসায় একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
রবিবার (২৫ আগস্ট) শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাবি শিক্ষক সমিতি দেশের এই সংকটকালীন সময়ে আগস্ট মাসের একদিনের বেতন বানভাসিদের জন্য প্রদান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপশি আগামী সেপ্টেম্বর মাসের একদিনের বেতন কোটা আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের স্বজনদের প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএস/
মন্তব্য করুন