এডুকেশন টাইমস
২৭ আগস্ট ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোট

ছবি: এডুকেশন টাইমস

শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান অস্থিতিশীল পরিবেশ ও হলগুলোতে সৃষ্ট অস্থিরতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানবন্ধনে তারা চারটি দাবি উপস্থাপন করেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি উপস্থাপন করেন। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে পদযাত্রা করেন।

তাদের দাবিগুলো হলো:

১. অনতিবিলম্বে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব ও নিরপেক্ষ প্রশাসন নিয়োগ দিতে হবে।

২. দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অভ্যন্তরে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে।

৩. ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা।

৪. অতিদ্রুত শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দিতে হবে। সেটা প্রশাসন যেকোনো পদ্ধতিতে করতে পারে তবে রাজনৈতিকভাবে হলে উঠতে না পারে সেটা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে একজন শিক্ষার্থী জানতে চান বর্তমান সময়ে ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন আছে কিনা। জবাবে থিয়েটার সাস্টের সভাপতি পলাশ বখতিয়ার বলেন, ‘সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিপ্লব সংগঠিত হয়েছে। আন্দোলন পরবর্তীতে তারা দেশ সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু একটি বিপ্লব এই ব্যানারে হয়েছে, সেহেতু পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি তারা অবশ্যই রাখতে পারেন।’

তিনি আরো বলেন, বর্তমানে যাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আন্দোলনকালীন সময়ে সাধারণ শিক্ষার্থীদের সর্বাত্মক উপস্থিতি ছিল, যেকোনো কর্মকাণ্ডে যেন সেটা থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারোর ব্যক্তিগত কোনো সংগঠন নয়, এটা আন্দোলনরত সকল শিক্ষার্থীর এখানে কাজ করার অধিকার তাদের সকলের রয়েছে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন, থিয়েটার সাস্টের সভাপতি পলাশ বখতিয়ার, সায়েন্স অ্যারেনার সভাপতি সিরাজুল হক আবির ও রিম মিউজিক্যাল ক্লাব এর সভাপতি শাহাদ খান সৌমিখ।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

১০

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

১১

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

১২

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১৩

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১৪

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১৫

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৬

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৭

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৮

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৯

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

২০