শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান অস্থিতিশীল পরিবেশ ও হলগুলোতে সৃষ্ট অস্থিরতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানবন্ধনে তারা চারটি দাবি উপস্থাপন করেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি উপস্থাপন করেন। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে পদযাত্রা করেন।
তাদের দাবিগুলো হলো:
১. অনতিবিলম্বে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব ও নিরপেক্ষ প্রশাসন নিয়োগ দিতে হবে।
২. দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অভ্যন্তরে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে।
৩. ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা।
৪. অতিদ্রুত শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দিতে হবে। সেটা প্রশাসন যেকোনো পদ্ধতিতে করতে পারে তবে রাজনৈতিকভাবে হলে উঠতে না পারে সেটা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে একজন শিক্ষার্থী জানতে চান বর্তমান সময়ে ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন আছে কিনা। জবাবে থিয়েটার সাস্টের সভাপতি পলাশ বখতিয়ার বলেন, ‘সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিপ্লব সংগঠিত হয়েছে। আন্দোলন পরবর্তীতে তারা দেশ সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু একটি বিপ্লব এই ব্যানারে হয়েছে, সেহেতু পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি তারা অবশ্যই রাখতে পারেন।’
তিনি আরো বলেন, বর্তমানে যাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আন্দোলনকালীন সময়ে সাধারণ শিক্ষার্থীদের সর্বাত্মক উপস্থিতি ছিল, যেকোনো কর্মকাণ্ডে যেন সেটা থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারোর ব্যক্তিগত কোনো সংগঠন নয়, এটা আন্দোলনরত সকল শিক্ষার্থীর এখানে কাজ করার অধিকার তাদের সকলের রয়েছে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন, থিয়েটার সাস্টের সভাপতি পলাশ বখতিয়ার, সায়েন্স অ্যারেনার সভাপতি সিরাজুল হক আবির ও রিম মিউজিক্যাল ক্লাব এর সভাপতি শাহাদ খান সৌমিখ।
এসআই/
মন্তব্য করুন