মাভাবিপ্রবি প্রতিনিধি: বন্যাকবলিত এলাকার মানুষদের সাহায্যের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে এসেছেন। তারা টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে অনলাইন ও অফলাইনে সর্বমোট ১৬,৯৭,৫৬০ টাকা এবং বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছেন।
শিক্ষার্থীরা প্রতিটি ত্রাণ প্যাকেজে চাল, ডাল, তেল, আলু, শুকনা মরিচ, পিয়াজ, লবণ, চিড়া, মুড়ি, বিস্কিট, চিনি, খেজুর, সরিষার তেল, ডিটারজেন্ট, সাবান, স্যানিটারি ন্যাপকিন, বাচ্চাদের সুজি, গুড়া দুধ, লাইটার, মোমবাতি, কয়েল, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন ওষুধ রেখেছেন। এছাড়াও, তারা বন্যার্থীদের জন্য প্রয়োজনীয় কাপড়চোপরও সংগ্রহ করেছেন।
আজ সন্ধায় শিক্ষার্থীরা সংগৃহীত ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাকবলিত এলাকার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে রওনা করবেন।
মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগ বন্যার্থীদের মধ্যে আশার আলো জ্বালিয়েছে।
ত্রাণ প্যাকেজে থাকা সামগ্রী:
চাল-৫ কেজি
ডাল-১ কেজি
তৈল-১ লিটার
আলু-১ কেজি
শুকনা মরিচ-পরিমানমত
পিয়াজ-২৫০ গ্রাম
লবন-হাফ কেজি
চিড়া-২ কেজি
মুড়ি-১ কেজি
বিস্কিট -১/২ কেজি
চিনি-১/২ কেজি
খেজুর-৭৫০ গ্রাম
সরিষার তৈল-২০০ মিলি
ডিটারজেন্ট -২০০ গ্রাম
সাবান-১ টি
স্যানিটারি ন্যাপকিন-১ প্যাকেট
বাচ্চাদের সুজি
বাচ্চাদের জন্য গুড়া দুধ
লাইটার+ মোমবাতি
কয়েল
প্রাথমিক মেডিসিন: Saline, Napa, Purification, Histasine, Algin/Na-spa, Metro
বিশুদ্ধ পানি ৫.৫ লিটার
এসএস/
মন্তব্য করুন