শাবিপ্রবি প্রতিনিধি: গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে লক্ষ্মীপুরের প্রায় ৩৫০টি বন্যার্ত পরিবারের পাশে দাড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান, কিন ও জেলা ভিত্তিক সংগঠন লক্ষ্মীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট। এর মাধ্যমে বন্যার্তদের পাশে স্বপ্নোত্থানের প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন স্বপ্নোত্থানের প্রচার সম্পাদক কাউসার আহমেদ।
তিনি জানান, বন্যা কবলিত বিভিন্ন জেলায় পানি কমলেও দুর্ভোগ কমেনি। লাখ লাখ মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। পানিবন্দি এই অসহায় মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ভোগান্তি কিছুটা লাঘবের উদ্দেশ্যে ‘লক্ষ্মীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সাস্ট’, ‘স্বপ্নোত্থান’, ও ‘কিন’ সম্মিলিতভাবে লক্ষ্মীপুরের ১নং ওয়ার্ডের দলিল খালের গোড়া, ৩নং ওয়ার্ডের চর পোড়াগাছা, ৮নং ওয়ার্ডের চাঁদখালী গ্রাম, লাহারকান্দী ইউনিয়ন, ৫ নং ওয়ার্ডের মান্দারী ইউনিয়ন ও লক্ষ্মীপুর সদর এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
ত্রাণ হিসেবে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ যুক্ত ৫০ টি প্যাকেট এবং ৩০০ প্যাকেট মুড়ি, চিনি, বিস্কুট, খেজুর ও বিশুদ্ধ পানি যুক্ত শুকনো খাবারের প্যাকেট। এছাড়াও মোমবাতি, দিয়াশলাই, বাচ্চাদের খাবার গুঁড়ো দুধ, স্যালাইন, মেয়েদের জন্য প্রয়োজনীয় স্যানিটারি প্যাড এবং বিভিন্ন প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ উপকরণ।
স্বপ্নোত্থনের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, ‘দেশব্যাপী ভয়াবহ এই বন্যায় অসংখ্য মানুষ পানির মধ্যে জীবন যাপন করছে। আমরা চেষ্টা করছি প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে। আমরা সর্বস্তরের মানুষকে আহ্বান করছি আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে এসে বন্যার্তদের পাশে দাঁড়ান।’
উল্লেখ্য, বন্যার্তদের পাশে স্বপ্নোত্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৪ আগস্ট থেকে অনলাইনের মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করে সপ্নোত্থান। অর্থ সংগ্রহ প্রক্রিয়া এখনো অব্যাহত আছে বলে জানিয়েছেন প্রচার সম্পাদক কাউচার আহমেদ।
এসএস/
মন্তব্য করুন