শাবিপ্রবি প্রতিনিধি: ৬৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’।
মঙ্গলবার (২৭ আগস্ট) শাবিপ্রবির একমাত্র রক্তদান মূলক সেচ্ছাসেবী সংগঠন সঞ্চালনের পক্ষ থেকে ৬৫০ টি পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী, বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন, নিত্য প্রয়োজনীয় ঔষধ ইত্যাদি বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
সঞ্চালনের সদস্যরা বলেন, স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম এবং সকলের সহযোগিতায় লক্ষ্মীপুর সদর উপজেলাধীন যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার আশ্রয় কেন্দ্রে, সদর উপজেলার ৬ নং ভাঙ্গাখাঁ ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামে, ৬নং ভাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরী নগর গ্রামে, ২১ নং টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামে, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে এবং নোয়াখালীর একটি আশ্রয় কেন্দ্র সর্বমোট ৬৫০ টি পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী, বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন, নিত্য প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দিতে সক্ষম হয়েছে সঞ্চালন পরিবার। সেই সাথে সঞ্চালন ১৪৫ টি পরিবারের মাঝে নতুন কাপড় প্রদান করতে সক্ষম হয়েছে।
তারা আরো বলেন,সঞ্চালন সবসময় মেহনতি মানুষের পাশে দাঁড়াতে চায়। এরই ধারাবাহিকতায় এবার মারাত্মক বন্যা দেখা দেওয়ার পর সঞ্চালন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বানভাসি মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব তাদের কষ্ট দূর করে তাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আনতে চেষ্টা করা। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়াত চেষ্টা করেছি।
এসএস/
মন্তব্য করুন