গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সচিব ওয়ালিউল ইসলাম। এছাড়া গত ১৩ আগস্ট পদত্যাগ করা গবির রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদকে চূড়ান্তভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে ট্রাস্টি বোর্ডের ৫২তম সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
তথ্যমতে, আগামী ১৫ সেপ্টেম্বর ট্রাস্টি বোর্ডের বর্তমান সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর মেয়াদ শেষ হবে। এরপর নতুন সভাপতি দায়িত্বভার গ্রহণ করবেন।
সাবেক ট্রাস্টি অধ্যাপক ড. হালিমা খাতুনের মৃত্যুর পর ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর ট্রাস্টি বোর্ডের ৪১তম সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীকে পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। এরপর আরও এক মেয়াদে তিনি একই দায়িত্ব পালন করেন।
জানা যায়, নতুন সভাপতি গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ (ট্রাস্টি বোর্ড নিযুক্ত) হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারী। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করে পরবর্তী ৩২ বছর ধরে পাকিস্তান ও বাংলাদেশ সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই সপ্তাহ আগে গবি রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ পদত্যাগ করেন। তবে ট্রাস্টি বোর্ডের সদস্যদের মতানৈক্যের কারণে তার পদত্যাগপত্র গ্রহণ বিলম্বিত হয়। অবশেষে আজ তা গৃহীত হয়।
এসএস/
মন্তব্য করুন