এডুকেশন টাইমস
২ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শবিপ্রবি) নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামন ফারুক।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) আড়াইটায় ডিনদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সোশাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল ডিনদের মধ্যে জ্যেষ্ঠ বলে জানা গেছে।

অধ্যাপক ড. লায়লা আশরাফুন বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত যে চিঠিটি এসেছে সেটার আলোকে আমরা আমাদের ডিনবৃন্দের মধ্যে থেকে জ্যেষ্ঠ অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুককে মনোনীত করেছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত চিঠিতে যতটুকু কাজের পরিধি উল্লেখ করেছেন তিনি ততটুকু দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক বলেন, ডিনদের এক জরুরি মিটিংয়ে আমাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করার জন্য মনোনীত করা হয়েছে। ক্লাস-পরীক্ষা চালু ও হল খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জরুরি এই মিটিংয়ে ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জাামান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লাইফ সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো.রেজা সেলিম, সোশাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড.লায়লা আশরাফুন, ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার ও অ্যাগ্রিকালচার এন্ড মিনারেল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাইদ আরেফিন খান।

উল্লেখ্য, এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আল্টিমেটামের প্রেক্ষিতে শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারসহ বিভিন্ন প্রশাসনিক পদ থেকে মোট ৮৩জন পদত্যাগ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০