শাবিপ্রবি প্রতিনিধি:
ইফতার ও ঈদ উপহার নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ ও বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের ‘একত্রিশ এর ডাকপিয়ন’। ‘কিন’ স্কুলের প্রায় ১৭০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মুখে হাসি ফোটাতে ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যৌথ এ আয়োজন বলে জানিয়েছে উদ্যোক্তরা।
শুক্রবার (২২ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ কর্মসূচি পালন করা হয়। ইফতার সামগ্রীর পাশাপাশি শিশুদের হাতে তুলে দেয়া হয় ঈদ উপহার। মেয়েদের মালা, মেহেদির পাশাপাশি ছেলেদের দেয়া হয় টুপি ও আতর। এ সময় উপস্থিত ছিলেন কিন’র উপদেষ্টা ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন। এছাড়া কিন’র সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং ‘একত্রিশ এর ডাকপিয়ন’ এর সদস্যরাও উপস্থিত ছিলেন।
কিনের সভাপতি ইসরাত জাহান রিফা বলেন, ‘ইদ সকলের মাঝে বয়ে আনে আনন্দ ও খুশি বয়ে আনলেও কারো কারো জন্য হয়ে উঠে কষ্টের এবং হতাশার। সেই সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট এবং হতাশাকে আনন্দে রূপদানের জন্যই আমাদের এ আয়োজন। কিন প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছে ‘কিন ইদ আনন্দ-২০২৪ কর্মসূচি।’
একত্রিশ এর ডাকপিয়নের সদস্য আজিজুল হাকিম রাহিম বলেন, ‘সর্বপ্রথম আল্লাহর নিকট শুকরিয়া জানাই যিনি আমাদেরকে এই সুন্দর কাজটি করার সুযোগ দিয়েছেন। ক্যাম্পাসের কনিষ্ঠ ব্যাচ হিসেবে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দিতে। এই উদ্যোগের ফলে অন্যরাও ভালো কাজে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে বলে মনে করি। সমাজ নিয়ে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে আমাদের কাজের স্রোতধারা চলমান থাকুক, এটাই প্রত্যাশা। পাশাপাশি এই কাজে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’
এএআর/
মন্তব্য করুন